Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুবিধাসমূহ

সুযোগ সুবিধা সমূহ 

দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নেত্রকোণা জেলার একটি অন্যতম সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী উদ্দ্যোগ ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের জন্য দক্ষ মানবশক্তি গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে । আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ সুবিধাগুলোর মধ্যে রয়েছেঃ


আধুনিক শিক্ষা ব্যবস্থাঃ

আমাদের আধুনিক ক্লাসরুম মাল্টিমিডিয়া সুবিধা সম্বলিত যেখানে শিক্ষার্থীদের আনন্দের সাথে পাঠদান করানো হয়। এছাড়াও রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, এতে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষা গ্রহনে আগ্রহী হয়ে উঠছে।


বিভিন্ন ট্রেড সুবিধাঃ

শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের প্রতিষ্ঠানে ৪টি ট্রেড ও হেভি ইকুইপমেন্ট সম্বলিত ওয়ার্কশপ। বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দক্ষ করে গড়ে তোলা হয়।

 

লাইব্রেরিঃ 

প্রাতিষ্ঠানিক শিক্ষাসহ অন্যান্য বিষয়ে আগ্রহী করে গড়ে তুলতে রয়েছে সুবিশাল লাইব্রেরি ব্যবস্থা।

 

সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহঃ

আমাদের প্রতিষ্ঠানে সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থার আওতাধীন, যার কারণে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস করতে পারে।

 

সার্বক্ষনিক ইন্টারনেট সুবিধাঃ

কম্পিউটার ল্যাবগুলো সার্বক্ষনিক ইন্টারনেট সেবার আওতাভূক্ত। এতে শিক্ষার্থীরা দেশের ও বহির্বিশ্বের বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারছে।

 

নিরাপত্তাঃ

সম্পূর্ণ ক্যাম্পাস ও ক্লাসরুম সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত আছে।

 

পরীক্ষার কেন্দ্রঃ

সকল ধরনের কারিগরি পরীক্ষা, সরকারি-বেসরকারি পরীক্ষা আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে থাকে।

 

নিজস্ব খেলার মাঠঃ

নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা পরিচালনা করার জন্য রয়েছে সুবিশাল মাঠ।