Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অবকাঠামোর তথ্য

দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের অবকাঠামোগত তথ্যঃ

দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ, দুর্গাপুর উপজেলার প্রাণকেন্দ্র হতে ৩.১ কিলোমিটার দক্ষিণে উৎরাইল বাজার সংলগ্ন মনোরম, খোলামেলা ও নান্দনিক পরিবেশে প্রায় দেড় একর জায়গার উপর অবস্থিত।

দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজে রয়েছেঃ

১। একটি বিশাল চারতলা প্রশাসনিক ভবন

২। ২টি পাঁচতলা বিশিষ্ট একাডেমিক ভবন

৩। শিক্ষার্থীদের জন্য একটি সার্ভিস সেণ্টার

৩। শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য রয়েছে ৫টি অত্যাধুনিক হেভি ইক্যুইপমেণ্ট সংবলিত ওয়ার্কশপ

৪। দুটি সায়েন্স ল্যাব (পদার্থ ও রসায়ন)

৫। দুইটি মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব

৬। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল খেলার মাঠ

৭। কো-কারিকুলাম কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এক বিশাল অডিটোরিয়াম এবং একটি কনফারেন্স/মিটিং রুম।

৮। দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রতি ফ্লোরে আলাদা আলাদা একাধিক স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, রিফ্রেশমেণ্ট রুম এবং প্রেয়ার রুম।

৯। একটি  সাইকেল স্ট্যাণ্ড

১০। সম্পূর্ণ প্রতিষ্ঠানটি প্রাচীরে ঘেরা

১১। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়

১২। একটি গেইট রয়েছে

 

অবকাঠামোগত উন্নয়নঃ

১। একাডেমিক ভবনের উপর ৪ টি (১৫০০ লিটার) ও প্রশাসনিক ভবনের ছাদের উপর ২টি (১৫০০ লিটার) পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।

২। প্রতিটি মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থায়ী সংযোগসহ ডিজিটাল ক্লাশ উপযোগী করে স্থাপন করা হয়েছে।

৩। দুইটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাবে (শীতাতপ নিয়ন্ত্রিত) ৩০ টি করে মোট ৬০ টি ডেস্কটপ (কম্পিউটার) চালু আছে।

৪। ওয়াইফাইয়ের মাধ্যমে ইণ্টারনেট সুবিধার আওতায় আনা হয়েছে।