দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বিরিশিরি, দুর্গাপুর, নেত্রকোণা সীমান্ত ঘেষা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত প্রান্তিক জনপদ। ভবিষ্যৎ প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে পহেলা জানুয়ারি/২০২২ইং হতে জেএসসি(ভোক) এবং এসএসসি(ভোক) শিক্ষাক্রমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি চারটি (০৪) শ্রেণিকক্ষ এবং একটি (০১) অফিস কক্ষ এবং তিন (০৩) জন কর্মচারী, দুই (০২) জন সংযুক্ত শিক্ষক, তিন (০৩) জন সংযুক্ত কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি, শারীরিক শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ, সামাজিকতা, উৎপাদন ভিত্তিক কার্যক্রম, স্কিলস সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ভোকেশনাল শিক্ষাক্রমের গুরত্ব জনসাধারনের নিকট তোলে ধরা ও জনসাধারণের মাঝে ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নিয়মিতভাবে অভিভাবক দিবস পালন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উদ্যোক্তাদের সহিত মত বিনিময় করা সহ কারিগরি শিক্ষার সুফল প্রান্তিক জনগণের নিকট পৌঁছে দেয়ার জন্য উঠান বৈঠক, অবহিতকরণ সভা, মাইকিং, পোষ্টার বিতরণ, ঘরে ঘরে লিফলেট প্রদান, বিভিন্ন দপ্তরে সভা, সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য স্কিলস কম্পিটিশনের আয়োজন করা হয়। ভোকেশনাল শিক্ষাক্রমের গুরত্ব তুলে ধরে জনসাধারনের মধ্যে আগ্রহ সৃষ্টির কার্যক্রম অব্যাহত আছে। প্রতিষ্ঠানের শ্রেণি/কক্ষ, ল্যাব, ওয়ার্কশপ, দাপ্তরিক কক্ষ, মাঠ উন্নয়ন প্রভৃতি উন্নয়ন কার্যাক্রম এখনো অব্যাহত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস