গারো পাহাড় ঘেরা দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। যা বিরিশিরি ময়মনসিংহ সড়কের ডানপাশে উৎরাইল নামক স্থানে অবস্থিত। পরিবেশ না থাকলে যেমন আমাদের সমাজের কোন অস্তিত্ব থাকবে না, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ না থাকলে তাও সংকটের মুখে পড়ে। দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ সুন্দর পরিবেশ নিয়ে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। আর এই সুন্দর পরিবেশের ভেতর দিয়ে ছাত্র ছাত্রীরাও সুন্দর ও সুগঠিত জীবন নিয়ে বেড়ে উঠে। কোলাহলমুক্ত সুশৃঙ্খল ও উন্মুক্ত পরিবেশ গড়ে উঠেছে বলে ছাত্র ছাত্রীদের মেধার বিকাশ ঘটে সাবলীলভাবে এবং অত্র প্রতিষ্ঠান দক্ষ শিক্ষক / শিক্ষিকা দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠানের আয়তন ১.৫ একর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস